Sambad Samakal

NEET Scam: টাকার বিনিময়ে অন্যের হয়ে ‘নিট পরীক্ষা’! ধৃত সরকারি হাসপাতালের ৩ চিকিৎসক

Jul 18, 2024 @ 11:34 am
NEET Scam: টাকার বিনিময়ে অন্যের হয়ে ‘নিট পরীক্ষা’! ধৃত সরকারি হাসপাতালের ৩ চিকিৎসক

টাকার বিনিময়ে অন্য পরীক্ষার্থীর হয়ে ‘নিট পরীক্ষা’! প্রশ্নফাঁস কাণ্ডের তদন্তে নেমে পাটনা এইমসের তিন চিকিৎসককে গ্রেফতার করল সিবিআই। জানা যাচ্ছে, প্রশ্নফাঁসের তদন্তে নেমে কার্যত হরেক রকমের দুর্নীতির খোঁজ পেতে শুরু করেছেন তদন্তকারীরা।

জনা যায়, ২০২১ সালে মেডিক্যাল পরীক্ষা পাশ করা পাটনা এইমসের ওই চিকিৎসকরা ‘সলভার গ্যাংয়ের’ সদস্য। যাদের কাজ টাকার বিনিময়ে নিট পরীক্ষার প্রশ্নের উত্তর বলে দেওয়া বা প্রয়োজনে অন্যের হয়ে গোটা পরীক্ষাই দিয়ে দেওয়া। ধৃতদের জেরা করে এই গ্যাংয়ের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন সিবিআইয়ের তদন্তকারীরা।

Related Articles