সল্টলেকের দত্তাবাদে মেট্রো স্টেশনের কাছে রাস্তায় ধস! পুকুরে পড়ল গাড়ি, সাইকেল, ভ্যান-রিক্সা! বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর এই পরিস্থিতি দেখা যায় ইএম বাইপাস সংলগ্ন দত্তাবাদ এলাকা। একটি বড় পুকুরের ধারের রাস্তা ধীরে ধীরে ধসে যেতে থাকে।
বিপজ্জনক ভাবে হেলে যায় একটি চারচাকা গাড়ি। জলে পড়ে দুটি সাইকেল ও একটি ভ্যান রিক্সা। তবে আচমকা কেন এভাবে রাস্তায় ধস নামল তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি খতিয়ে দেখেছেন বিধাননগর পুরসভা ও মেট্রোরেলের আধিকারিকরা। স্বভাবতই এই ঘটনার পরে আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকার বাসিন্দারা।