আদালতের অনুমতি ছাড়া রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও নয়া এফআইআর দায়ের করা বা পুরনো এফআইআরে তদন্ত করা যাবে না বলে নির্দেশ রয়েছে কলকাতা হাইকোর্টের। বৃহস্পতিবার সেই মামলায় বিচারপতি জয় সেনগুপ্ত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের থাকা ২৬টি মামলার কেস ডায়েরি তলব করলেন পুলিশের কাছ থেকে।
বিচারপতি সেনগুপ্তের নির্দেশ, আগামী ৮ আগস্টের মধ্যে সমস্ত কেস ডায়েরিগুলো আদালতে জমা দিতে হবে। এরপরে প্রয়োজনীয় পরবর্তী নির্দেশ দেওয়া হবে। সঙ্গেই এদিন বিচারপতি রাজশেখর মান্থার জারি করা রক্ষাকবচের নির্দেশও বহাল রেখেছেন বিচারপতি জয় সেনগুপ্ত।