নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগাতার কার্যত ছ্যাঁকা দিচ্ছে মধ্যবিত্তের পকেটে। আর এরমধ্যেই ফের বাড়তে চলেছে ডিম-মুরগির মাংসের দাম! জানা যাচ্ছে, পুলিশি জুলুম বন্ধ করা সহ একাধিক দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে রাজ্যের পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন।
এর জেরে বাজারে ডিম, মুরগির মাংস সহ পোলট্রিজাত সবকিছুর যোগানেই টান পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আর এরফলে এক লাফে কয়েক গুণ বেড়ে যেতে পারে দাম। যদিও পুলিশি জুলুমের অভিযোগ মেনে নিয়েও এই ধর্মঘটকে সমর্থন জানায়নি রাজ্যের আরও একটি পোলট্রি সংগঠনও।