Sambad Samakal

WBJEE: রাজ্য জয়েন্টে বাড়ল কাউন্সেলিংয়ের সময়সীমা! কী ঘোষণা বোর্ডের?

Jul 18, 2024 @ 1:06 pm
WBJEE: রাজ্য জয়েন্টে বাড়ল কাউন্সেলিংয়ের সময়সীমা! কী ঘোষণা বোর্ডের?

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীদের জন্য সুখবর! আরও বাড়ল কাউন্সেলিংয়ের সময়সীমা! জানা যাচ্ছে, জয়েন্টের কাউন্সেলিংয়ে রেজিস্ট্রেশন, পেমেন্ট ও চয়েস ফাইলিংয়ের শেষ তারিখ ছিল ১০ জুলাই পর্যন্ত। তবে বৃহস্পতিবার জানিয়ে দেওয়া হল, আগামী ২১ জুলাই পর্যন্ত এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন পড়ুয়ারা।

ফলে সবমিলিয়ে কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য এক সপ্তাহ অতিরিক্ত সময় পেলেন পরীক্ষার্থীরা। প্রথম ধাপের কাউন্সেলিং শেষে সিট অ্যালটমেন্টের ফলাফল প্রকাশিত হবে আগামী ২৩ জুলাই।

Related Articles