রাজনীতি থেকে সাময়িক বিরতি নিয়ে চিকিৎসা শেষে কলকাতায় ফিরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি কালীঘাটের বাড়িতে চলে আসেন তিনি।
সূত্রের খবর, সংসদে শপথগ্রহণ করার পরে দুবাই হয়ে আমেরিকায় গিয়েছিলেন অভিষেক। চোখের প্রয়োজনীয় চিকিৎসা করিয়ে ফিরে এলেন শহরে। তাহলে কি রবিবার একুশের মঞ্চে ফের স্বমহিমায় দেখা যাবে তৃণমূলের সেনাপতিকে? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।