Sambad Samakal

Bangladesh: অগ্নিগর্ভ বাংলাদেশ! পড়ুয়া-পুলিশ সংঘর্ষে নিহত অন্তত ৩৯! কোন পথে সমাধান?

Jul 19, 2024 @ 10:47 am
Bangladesh: অগ্নিগর্ভ বাংলাদেশ! পড়ুয়া-পুলিশ সংঘর্ষে নিহত অন্তত ৩৯! কোন পথে সমাধান?

সংরক্ষণ বিরোধী আন্দোলনের জেরে অগ্নিগর্ভ ভারতের প্রতিবেশী বাংলাদেশ। পড়ুয়া-পুলিশ সংঘর্ষে ইতিমধ্যেই অন্তত ৩৯ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। যদিও বেসরকারি মতে এই সংখ্যাটা অনেকটাই বেশি। যার মধ্যে অধিকাংশই স্কুল-কলেজের পড়ুয়া বলে জানা যাচ্ছে।

রাজধানী ঢাকা সহ আশেপাশের সমস্ত জেলাতেই স্কুল-কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। রাজপথ থেকে রেলপথ অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনরত পড়ুয়ারা। বিটিভি’র দফতর সহ থানা, প্রশাসনিক ভবনে ভাঙচুর হয়েছে একাধিকবার। ফলে বারবার সংঘর্ষে জড়াচ্ছে পুলিশ, র‍্যাব সহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী ও সেনার একাংশকেও পথে নামিয়েছে হাসিনা সরকার। তবে এখনও কোনও ভাবেই পরিস্থিতি স্বাভাবিক করা যায়নি।

সরকারের তরফে আন্দোলনরত পড়ুয়াদের আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছে ইতিমধ্যেই। যদিও সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে পড়ুয়ারা। তাদের দাবি, যেভাবে নিরস্ত্র পড়ুয়াদের পুলিশ হত্যা করেছে, তার আগে বিচার করতে হবে। সহপাঠীদের মৃতদেহের সামনে বসে দোষীদের সঙ্গে কোনও আলোচনা নয়। যদিও বাংলাদেশের বিভিন্ন সামাজিক মহলের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার প্রক্রিয়া চালানো হচ্ছে।

Related Articles