Sambad Samakal

Bank: বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক! বাজেটের আগে কী আশঙ্কা ‘ব্যাঙ্ক বাঁচাও-দেশ বাঁচাও’ মঞ্চের?

Jul 19, 2024 @ 10:28 pm
Bank: বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক! বাজেটের আগে কী আশঙ্কা ‘ব্যাঙ্ক বাঁচাও-দেশ বাঁচাও’ মঞ্চের?

জয়মাল্য দেশমুখ: আগামী ২৩ জুলাই তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেট। আর এই বাজেট অধিবেশনেই সংসদে পাশ করিয়ে নেওয়া হতে পারে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণ বিল! যার ফলে দেশের আম জনতার বিপুল সম্পদ চলে যেতে পারে বেসরকারি কর্পোরেটের হাতে! শুক্রবার এমনই আশঙ্কার কথা শোনালেন ‘ব্যাঙ্ক বাঁচাও, দেশ বাঁচাও’ মঞ্চের অন্যতম আহ্বায়ক সৌম্য দত্ত।

৫৬ তম ব্যাঙ্ক জাতীয়করণ দিবস ও ‘ব্যাঙ্ক বাঁচাও, দেশ বাঁচাও’ মঞ্চের প্রথম বর্ষপূর্তী উপলক্ষে এদিন যাদবপুর ৮বি বাস স্ট্যান্ডে এক সংকল্প সভার আয়োজন করা হয়েছিল। যেখানে বক্তব্য রাখেন মঞ্চের যুগ্ম আহ্বায়ক সৌম্য দত্ত, বিশ্বরঞ্জন রায়, সমাজকর্মী প্রসেনজিৎ বসু, সুব্রত দাশগুপ্ত সহ অন্যান্যরা। অরণ্য সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠানস্থল থেকেই কয়েক’শো চারাগাছ তুলে দেওয়া হয় পথচলতি মানুষের হাতেও।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ‘ব্যাঙ্ক বাঁচাও, দেশ বাঁচাও’ মঞ্চের অন্যতম আহ্বায়ক সৌম্য দত্ত বলেন, “আজকের এই দিনটিতেই এক বছর আগে আমাদের এই মঞ্চ তৈরি হয়েছিল। ভারতবর্ষের মতো দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কিং ব্যবস্থার গুরুত্ব সম্পর্কে জনমানসে সচেতনতা গড়ে তুলতে আমরা লাগাতার কাজ করছি। পাশাপাশি কেন্দ্রীয় সরকার যেভাবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণ করার প্রচেষ্টা চালাচ্ছে, তার বিরুদ্ধেও আমরা লাগাতার প্রতিবাদ-আন্দোলন চালিয়ে যাচ্ছি। শুধু তাই নয়, বিভিন্নভাবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের যে সমস্ত গ্রাহকরা ব্যাঙ্কিং প্রতারণার শিকার হয়েছেন, আমরা তাঁদের পাশেও দাঁড়িয়েছি। আইনি সহায়তা দিয়ে, রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে আমাদের মঞ্চ গ্রাহকদের কয়েক লক্ষ টাকা উদ্ধার করতেও সাহায্য করেছে। আগামী দিনেও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কিং ব্যবস্থাকে বেসরকারি হাতে তুলে দেওয়ার কেন্দ্রীয় সরকারের যে কোনও চক্রান্তের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে।”

Related Articles