বিকাশ ভবনের পরে এবার সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরে সিবিআই হানা! শুক্রবার দুপুরে আচমকাই পর্ষদের দফতরে পৌঁছন তদন্তকারী আধিকারিকরা। মনে করা হচ্ছে, ওএমআর শিট সংক্রান্ত দুর্নীতির খোঁজেই এই তল্লাশি অভিযান।
প্রসঙ্গত,কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশের পরে ওএমআর দুর্নীতির জট ছাড়াতে কার্যত উঠেপড়ে লেগেছেন কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারীরা। সেই সূত্রেই একাধিক স্থানে তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই।