বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে তদন্তের অনুমতি চেয়ে সুপ্রিমকোর্টের দারস্থ হয়েছিলেন নির্যাতিতা তরুণী। শুক্রবার সেই মামলায় আরও চাপে পড়লেন রাজ্যপাল বোস। এই বিষয়ে সব পক্ষের বক্তব্য জানতে চেয়ে কেন্দ্র ও রাজয় সরকারকে নোটিশ দিল সুপ্রিমকোর্ট।
এদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ নির্দেশ দেয়, এই মামলায় কেন্দ্র সরকারকে যুক্ত করতে হবে। অ্যাটর্নি জেনারেলকে মামলাকারীর সঙ্গে প্রয়োজনীয় সহায়তা করতে হবে। নির্যাতিতার আইনজীবীর যুক্তি, সংবিধানের ৩৬১ ধারাকে রক্ষাকবচ হিসেবে ব্যবহার করে এই ধরনের জঘন্য ফৌজদারি অপরাধের তদন্ত থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন না রাজ্যপাল। রাজ্য সরকারের তরফেও নির্যাতিতার এই আবেদনে সায় দেওয়া হয়। এখন দেখার, এই বিষয়ে দেশের সর্বোচ্চ আদালতে ঠিক কী অবস্থান নেয় কেন্দ্র সরকার।