Sambad Samakal

Malda: বনধে থমথমে মানিকচক! গুলি চালানোর কথা মেনে নিয়ে কী সাফাই পুলিশের?

Jul 19, 2024 @ 11:55 am
Malda: বনধে থমথমে মানিকচক! গুলি চালানোর কথা মেনে নিয়ে কী সাফাই পুলিশের?

বিদ্যুৎ বিভ্রাটকে কেন্দ্র করে গ্রামবাসীদের বিক্ষোভ, আর সেই বিক্ষোভ সামাল দিতে পুলিশের গুলি চালানোর অভিযোগ, বৃহস্পতিবার থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে মালদার মানিকচক। শুক্রবার সকাল থেকে এলাকায় চলছে ১২ ঘণ্টার বনধ। বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট ও যানবাহন। থমথমে মানিকচকে এখনও আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ।

তবে গ্রামবাসীদের অবরোধ-বিক্ষোভ তুলতে গুলি চালানোর কথা কার্যত স্বীকার করে নিয়েছেন মালদা জেলার পুলিশ সুপার। যদিও তাঁর সাফাই, আইসি সহ পুলিশের দল বিক্ষোভের সময় স্থানীয় একটি বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়। সেই বাড়িটিতে মহিলা ও শিশুরাও ছিলেন। বেশ কিছু ব্যক্তি পেট্রোল ঢেলে বাড়িটি জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে। সেই সময়েই ওই বাড়িটির সমস্ত সদস্য সহ নিজেদের আত্মরক্ষার্থে পুলিশকর্মীরা গুলি চালাতে বাধ্য হন।

Related Articles