Sambad Samakal

Mamata: শ্লীলতাহানি কাণ্ডে ‘সুপ্রিম’ নির্দেশে চাপে বোস! কী দাবি মমতার আইনজীবীর?

Jul 19, 2024 @ 2:32 pm
Mamata: শ্লীলতাহানি কাণ্ডে ‘সুপ্রিম’ নির্দেশে চাপে বোস! কী দাবি মমতার আইনজীবীর?

শ্লীলতাহানি কাণ্ডে শুক্রবার সুপ্রিমকোর্টের নির্দেশে কিছুটা চাপে পড়েছেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস! আদালতের নির্দেশ ব্যখ্যা করে অন্তত এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু।

সুপ্রিমকোর্টের নির্দেশের পরেই বিবৃতি দিয়ে সঞ্জয় জানান, “পদ ও ক্ষমতা ব্যবহার করে যে যৌন হেনস্থার মত ঘটনাকে ঢাকা যাবে না, সুপ্রিমকোর্ট সেই মর্মেই দিকনির্দেশ করবে। রাজ্যপাল এপ্রসঙ্গে এর আগে যা যা বিবৃতি দিয়েছেন, তা শুধু রাজ্যপালের চেয়ারের অবমাননাকরই নয়, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতও।”

Related Articles