ঈশ্বরের আসনে নিজেকে বসানোর ইচ্ছে! নাম না করে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত।
সম্প্রতি একটি সামাজিক অনুষ্ঠানে নীতি শিক্ষার মত করে সংঘ প্রধান মোহন ভাগবত বলেন, কোনও এক ব্যক্তির মনে হয় তিনি দেবতার আসনে বসবেন। দেবতা হওয়ার পরে মনে হল, ভগবান দেবতার থেকেও বড়, তাই এবার তিনি ভগবান হবেন। কিন্তু মানুষ কখনও দেবতার স্থান নিতে পারে না।
আরএসএস প্রধানের এই মন্তব্যকে হাতিয়ার করে অনেকেই মোদিকে বিঁধতে শুরু করেছেন। কারণ ভোটের আগে নিজেকে ভগবান প্রদত্ত বলে দাবি করেছিলেন নরেন্দ্র মোদিও।