Sambad Samakal

Moitri Express: বাতিল কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস

Jul 19, 2024 @ 5:26 pm
Moitri Express: বাতিল কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস

কোটা বিরোধী বিক্ষোভে অগ্নিগর্ভ বাংলাদেশ। হিং*সার এই আবহে বাতিল। হল কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস। বিজ্ঞপ্তি জারি করে পূর্ব রেল জানিয়েছে, ১৯ ও ২০ জুলাই এই ট্রেন পরিষেবা বাতিল করা হল। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৯ জুলাই ১৩১০৯ ঢাকা- কলকাতা মৈত্রী এক্সপ্রেস ও ২০ জুলাই ১৩০১৭ কলকাতা – ঢাকা মৈত্রী এক্সপ্রেস বাতিল থাকবে।
রেল জানিয়েছে, ১৩১০৯ আপ কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস কলকাতা থেকে সকাল ৭ টা ১৩ য় ছেড়ে ৯ টা ১২ য় গেদে পৌঁছয় এবং ৯ টা ৩৪ এ বাংলাদেশ রেলওয়ের আওতায় চলে যায়। বাংলাদেশে বিক্ষোভকারীদের আন্দোলনের জেরে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে দর্শনায় ট্রেনটি আটকে থাকে। পরে বেলা ১২:২০ তে পুনরায় দর্শনা থেকে যাত্রা শুরু করেছে ট্রেনটি।

Related Articles