Sambad Samakal

Shopping Mall: স্বনির্ভর গোষ্ঠীর জন্য পৃথক শপিংমল! তৈরি হচ্ছে কোথায়, কী সিদ্ধান্ত নবান্নের?

Jul 19, 2024 @ 6:24 pm
Shopping Mall: স্বনির্ভর গোষ্ঠীর জন্য পৃথক শপিংমল! তৈরি হচ্ছে কোথায়, কী সিদ্ধান্ত নবান্নের?

রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উৎপাদিত পণ্য বিপণনের জন্য জেলা জোলায় বিগ বাজারের ধাঁচে শপিংমল তৈরির কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই মল তৈরির জন্য জমি চিহ্নিতকরণের লাজ শুরু করে দিল নবান্ন।

জানা যাচ্ছে, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান শহর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, বহরমপুর, দিঘা, মেদিনীপুর শহর, মালদা, চন্দননগর, মোট দশটি স্থানে তৈরি হবে শপিং মল। যেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্টল দেওয়া হবে। জেলা প্রশাসনের কাছ থেকে দ্রুত এই বিষয়ে জমি চিহ্নিত করে রিপোর্ট চেয়েছেন স্বরাষ্ট্রসচিব। প্রসঙ্গত, কলকাতার ঢাকুরিয়ায় দক্ষিণাপণের পাশে স্বনির্ভর গোষ্ঠীর জন্য এই ধরনের একটি মল আগে থেকেই চালু রয়েছে। সেই ধাঁচেই পরিকল্পনা করা হচ্ছে। চলতি বছরের দুর্গাপুজো শুরুর আগেই মল তৈরির কাজ শুরু করে দিতে চাইছে নবান্ন।

Related Articles