Sambad Samakal

TMC: ট্রেন বাতিল করে একুশের সভা বানচালের চক্রান্ত! রেলের বিরুদ্ধে সরব তৃণমূল

Jul 19, 2024 @ 7:38 pm
TMC: ট্রেন বাতিল করে একুশের সভা বানচালের চক্রান্ত! রেলের বিরুদ্ধে সরব তৃণমূল

আগামীকাল শনিবার ও পরশু রবিবার গুচ্ছ গুচ্ছ লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। এরসঙ্গেই একাধিক দূরপাল্লার ট্রেনও ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার শহিদ দিবসের আগে কেন আচমকা এই ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হল, এবার সেই প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস।

শুক্রবার তৃণমূল নেতা কুণাল ঘোষ দাবি করেন, একুশে জুলাইয়ের শহিদ স্মরণ সভা বানচাল করার চক্রান্ত করা হয়েছে। বিজেপির নির্দেশেই কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রক এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে, যাতে বিভিন্ন জেলা থেকে তৃণমূল কর্মী-সমর্থকদের কলকাতায় আসতে সমস্যা তৈরি হয়। এরআগে ব্রিগেড সমাবেশের সময়েও একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে দাবি তৃণমূল নেতৃত্বের। যদিও এই বিষয়ে রেলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, উন্নত পরিষেবা জারি রাখার জন্য রুটিন কাজ হবে সপ্তাহান্তে। তাই ট্রেন বাতিল করা হয়েছে।

Related Articles