Sambad Samakal

Bangladesh: উত্তাল বাংলাদেশ, মৃতের সংখ্যা ১০৫! ‘সুপ্রিম’ শুনানিতে মিলবে সমাধান?

Jul 20, 2024 @ 10:20 am
Bangladesh: উত্তাল বাংলাদেশ, মৃতের সংখ্যা ১০৫! ‘সুপ্রিম’ শুনানিতে মিলবে সমাধান?

কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল বাংলাদেশ। শুক্রবার মধ্যরাত থেকে কারফিউ জারি করে সেনা নেমেছে গোটা দেশে। এরমধ্যেই মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০৫! এমনটাই খবর আন্তর্জাতিক সংবাদসংস্থা সূত্রে। রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় দফায় দফায় পুলিশ-সেনার সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছে প্রতিবাদী পড়ুয়ারা।

এই পরিস্থিতিতে শনিবার সেদেশের সুপ্রিমকোর্টে কোটা মামলার শুনানি রয়েছে। সরকারের পক্ষ থেকে আদালতে কোটার প্রশ্নে সুর নরম করার ঈঙ্গিত পাওয়া গিয়েছে। তাহলে কি এদিন সুপ্রিম শুনানির পরে মিলবে সমাধান সূত্র! ওয়াকিবহাল মহলের একাংশের মতে, হাসিনা সরকার আদালতে কোটা প্রশ্নে নিজেদের অবস্থান বদল করলে, আপাতভাবে অন্তত কিছুটা হলেও পরিস্থিতি শান্ত হতে পারে। এখন দেখার শেষপর্যন্ত আদালতে ঠিক কী অবস্থান নেয় শেখ হাসিনা সরকার।

Related Articles