বাংলাদেশে প্রতিবাদী পড়ুয়াদের ওপরে লাগাতার হামলা! ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে তীব্র উদ্বেগ প্রকাশ করে কড়া বার্তা দিল রাষ্ট্রপুঞ্জ।
এদিন রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিভাগের প্রধান ভলকার টার্ক জানিয়েছেন, “বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় বহু মানুষের মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় আমরা গভীর ভাবে উদ্বিগ্ন। প্রতিবাদী পড়ুয়াদের ওপর হওয়া হামলার ঘটনা উদ্বেগজনক। যা একেবারেই মেনে নেওয়া যায় না। এই হামলার নিরপেক্ষ, সম্পূর্ণ ও যথাযথ তদন্ত প্রয়োজন। যারা দোষী তাদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে।”