Sambad Samakal

KIFF: চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যানের পদ থেকে সরছেন রাজ চক্রবর্তী! নতুন দায়িত্বে কে?

Jul 20, 2024 @ 5:03 pm
KIFF: চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যানের পদ থেকে সরছেন রাজ চক্রবর্তী! নতুন দায়িত্বে কে?

৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান পদে আর থাকছেন না পরিচালক রাজ চক্রবর্তী! সম্প্রতি নিজেই শিলমোহর দিয়েছেন সংবাদমাধ্যমের এই জল্পনায়। রাজের দাবি, দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে কলকাতা চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন তিনি। তাই এবার বিরতি প্রয়োজন। এছাড়াও অন্যদেরও এই কাজের জন্য সুযোগ পাওয়া উচিত।

রাজের ছেড়ে যাওয়া পদে তাহলে নতুন করে কে দায়িত্ব নিচ্ছেন? এই জল্পনার মাঝেই নাম উঠে আসছে আরও এক জন বর্ষীয়ান চিত্র পরিচালক গৌতম ঘোষের নাম। যদিও এই বিষয়ে পরিচালক নিজে কোনও মন্তব্য করতে চাননি। কারণ এই বিষয়ে শেষপর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles