Sambad Samakal

Mamata: বাংলার ইতিহাসে রক্তঝরা দিন! একুশে সমাবেশের আগে কী বার্তা মমতার?

Jul 20, 2024 @ 3:14 pm
Mamata: বাংলার ইতিহাসে রক্তঝরা দিন! একুশে সমাবেশের আগে কী বার্তা মমতার?

রাত পোহালেই ধর্মতলায় তৃণমূলের একুশে সমাবেশ। আর তারআগেই একুশে জুলাই দিনটিকে ‘বাংলার ইতিহাসে রক্তঝরা দিন’ বলে ব্যখ্যা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবার মমতা লিখেছেন, “আগামীকাল আবার একুশে! একুশে জুলাই বাংলার ইতিহাসে রক্তঝরা এক দিন। অত্যাচারী সিপিআইএম-এর নির্দেশে সেদিন চলে গিয়েছিল তরতাজা ১৩টি প্রাণ। আমি হারিয়েছিলাম আমার ১৩ জন সহযোদ্ধাকে। তাই একুশে জুলাই আমার কাছে, আমাদের কাছে একটা আবেগ। একুশে জুলাই আজ বাংলার কৃষ্টি ও সংস্কৃতির অন্তরঙ্গ অংশ। প্রতি বছর এই ঐতিহাসিক দিনে শ্রদ্ধায়, ভালোবাসায় আমরা বীর সেই শহিদদের তর্পণ করি। শুধু তাঁরাই নন, দেশ ও দশের জন্য আন্দোলন করতে গিয়ে যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের সবাইকেই এই দিনে আমরা স্মরণ করি। সেই সঙ্গেই আমরা এ দিনটিকে ‘মা-মাটি-মানুষ দিবস’ হিসেবে পালন করি; নির্বাচনে আমাদের যে গণতান্ত্রিক জয় তাকে মানুষের উদ্দেশে উৎসর্গ করি। সেজন্যও এদিন বিশেষ তাৎপর্যপূর্ণ।”

Related Articles