অগ্নিগর্ভ পড়শি বাংলাদেশ, আটকে পশ্চিমবঙ্গ সহ ভারতীয় নাগরিকরা। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন নবান্ন। জানা যাচ্ছে, শনিবার রাজ্যের তরফে যোগাযোগ করা হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে।
দিল্লিতে রেসিডেন্সিয়াল কমিশনারকে ফোন করলেন নবান্নের কর্তারা। অগ্নিগর্ভ বাংলাদেশে রাজ্যের কোনও বাসিন্দা আটকে রয়েছেন কিনা, থাকলো কী পরিস্থিতিতে রয়েছেন, সেই বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিতে বলা হয়েছে। এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে সমন্বয় রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছে রেসিডেন্সিয়াল কমিশনারকে। নবান্নের তরফে বার্তা দেওয়া হয়েছে, যে কোনও ধরনের প্রয়োজনে সহযোগিতা করার জন্য রাজ্য সরকার প্রস্তুত রয়েছে।