Sambad Samakal

Potatos: আচমকা ধর্মঘটের ডাক আলু ব্যবসায়ীদের, ফের অগ্নিমূল্য হবে দাম!

Jul 20, 2024 @ 7:04 pm
Potatos: আচমকা ধর্মঘটের ডাক আলু ব্যবসায়ীদের, ফের অগ্নিমূল্য হবে দাম!

আচমকা রবিবার থেকে অনির্দিষ্টকালোর জন্য ধর্মঘটের ডাক দিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। জানানো হয়েছে, রাজ্যের কোনও বাজারেই আগামীকাল থেকে আর আলু সরবরাহ করা হবে না।

ব্যবসায়ীদের অভিযোগ, পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে পার্শ্ববর্তী ভিন রাজ্যে আলু সরবরাহে বাধা দেওয়া হচ্ছে। ভিন রাজ্যে আলু সরবরাহের অনুমতি না দেওয়া হলে, রাজ্যের অভ্যন্তরীণ বাজারেও আলু সরবরাহ করা হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে ব্যবসায়ীদের তরফে। ফলে ফের নতুন করে বাজারে অগ্নিমূল্য হতে চলেছে আলুর দাম, এমনটাই আশঙ্কা করছেন খুচরো বাজারের বিক্রেতারা।

Related Articles