Sambad Samakal

Rajarhat: ভিডিও কলে অশালীন ছবি-ভিডিও তুলে ব্ল্যাকমেইল! রাজারহাটে পাকড়াও ৪

Jul 20, 2024 @ 11:30 am
Rajarhat: ভিডিও কলে অশালীন ছবি-ভিডিও তুলে ব্ল্যাকমেইল! রাজারহাটে পাকড়াও ৪

ভিডিও কলে অশালীন ছবি-ভিডিও তুলে ব্ল্যাকমেইল! রাজারহাটের নারায়ণপুরে এমনই প্রতারণা চক্রের পর্দাফাঁস করল পুলিশ! প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে, হাতেনাতে পাকড়াও করা হয়েছে ৩ জন মহিলা ও ১ জন পুরুষকে।

জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই রাজারহাটের ওই বাড়িটি ভাড়া নিয়ে রমরমিয়ে চলছিল প্রতারণা চক্রটি। ডেটিং অ্যাপের মাধ্যমে পুরুষদের ফাঁদে ফেলার কাজ চালাত চক্রটি। তারপরে ভিডিও কলে অশালীন ছবি-ভিডিও রেকর্ড করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করা হত। বাড়িটি থেকে প্রচুর পরিমাণে সিমকার্ড, সিমবক্স, ডেবিট কার্ড উদ্ধার হয়েছে। আন্তর্জাতিক কোনও চক্রের সঙ্গে ধৃতদের যোগাযোগ রয়েছে কিনা, সেই বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা।

Related Articles