Sambad Samakal

TMC: তৃণমূলের একুশের মঞ্চে অখিলেশ যাদব! কী পরিকল্পনা ঘাসফুল শিবিরের?

Jul 20, 2024 @ 12:57 pm
TMC: তৃণমূলের একুশের মঞ্চে অখিলেশ যাদব! কী পরিকল্পনা ঘাসফুল শিবিরের?

রাত পোহালেই তৃণমূলের একুশের সমাবেশ। আর চব্বিশের লোকসভা নির্বাচনের পরে এবারের সমাবেশে বড় চমক! সূত্রের খবর, রবিবার তৃণমূলের সমাবেশে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। ইন্ডিয়া জোটের নেতা হিসেবেই তাঁকে সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর তৃণমূল সূত্রে।

জানা যাচ্ছে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে রবিবার সকালেই শহর কলকাতায় পৌঁছে যাবেন সমাজবাদী পার্টি নেতা ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ। একুশের মঞ্চে উপস্থিত থাকার পাশাপাশি ভাষণও রাখতে পারেন তিনি।

Related Articles