Sambad Samakal

TMC: রাত পোহালেই একুশের সমাবেশ, শহরে ভিড় তৃণমূল কর্মীদের, আঁটোসাটো নিরাপত্তা

Jul 20, 2024 @ 2:37 pm
TMC: রাত পোহালেই একুশের সমাবেশ, শহরে ভিড় তৃণমূল কর্মীদের, আঁটোসাটো নিরাপত্তা

রাত পোহালেই ধর্মতলায় একুশের শহিদ সমাবেশ। আর শনিবার কার্যত শেষমুহুর্তের প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই শহর কলকাতায় আসতে শুরু করে দিয়েছেন বিভিন্ন জেলার তৃণমূল কংগ্রেস কর্মীরা। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, সল্টলেকের সেন্ট্রাল পার্কে কর্মীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

অন্যদিকে, ধর্মতলায় মঞ্চ প্রস্তুতির কাজও প্রায় শেষ পর্যায়ে। গোটা মঞ্চকে ঘিরে তৈরি করা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়। পুলিশ সূত্রে খবর, ধর্মতলা সহ মধ্য কলকাতায় রবিবার মোতায়েন করা হচ্ছে ৩ হাজার ৫০০ পুলিশকর্মীকে। এছাড়াও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য থাকবেন আরও ১ হাজার ৫০০ জন পুলিশকর্মী।

Related Articles