রাত পোহালেই রবিবার ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের একুশে শহিদ সমাবেশ। ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে দলীয় কর্মী-সমর্থকরা শহর কলকাতায় আসতে শুরু করে দিয়েছেন। এই পরিস্থিতিতে রবিবার ছুটির দিন হলেও শহর কলকাতায় যান চলাচল নিয়ন্ত্রণের জন্য একাধিক বিধিনিষেধ আরোপ করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। একাধিক রাস্তা বন্ধ করে, বেশ কিছু রাস্তা একমুখী চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেনে নিন এক নজরে-
রবিবার, আগামীকাল যে সমস্ত রাস্তা যান চলাচলের জন্য বন্ধ থাকছে-
ধর্মতলা চত্বর, জওহরলাল নেহরু রোডের একাংশ, এস এন ব্যানার্জি রোড, লেনিন সরণি, গণেশ চন্দ্র অ্যাভিনিউ থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ পর্যন্ত যান চলাচল করতে পারে। ধর্মতলার মূল মঞ্চের দিকে যাওয়ার রাস্তা গার্ড রেল ও ব্যারিকেড দিয়ে আটকানো থাকবে। শুধুমাত্র সভায় আগত ভিআইপিদের গাড়ি চলবে।
যে সমস্ত রাস্তা যান চলাচলের জন্য ওয়ান ওয়ে থাকছে- (ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত)
১) উত্তর থেকে দক্ষিণ ব্রাবোর্ন রোড, ২) আমহার্স্ট স্ট্রিট, ৩) দক্ষিণ থেকে উত্তরে কলেজ স্ট্রিট, ৪) বেন্টিঙ্ক স্ট্রিট, ৫) স্ট্র্যান্ড রোডের হেয়ার স্ট্রিট থেকে উডমান্ট স্ট্রিট, ৬) রবীন্দ্র সরণির বি কে পাল থেকে লালবাজার স্ট্রিট, ৭) বিধান সরণির কেশবচন্দ্র সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোডের অংশ। ৮) পশ্চিম থেকে পূর্ব নিউ সিআইটি রোড। ৯) পূর্ব থেকে পশ্চিমে বি বি গাঙ্গুলি স্ট্রিট।
গাড়ি পার্কিংয়ের বন্দোবস্ত থাকবে–
ভিক্টোরিয়ার কাছে এজেসি বোস রোডের উপর, হসপিটাল রোড, কুইনওয়ে, ক্যাথিড্রাল রোড, ক্যাসুরিনা অ্যাভিনিউ, লাভার্স লেন, স্ট্র্যান্ড রোড, ব্যান্ড স্ট্যান্ড, ময়দানের বিভিন্ন অংশে, সেন্ট্রাল অ্যাভিনিউ, বি বি গাঙ্গুলি স্ট্রিট, এপিসি রোড, এজেসি বোস রোড, মৌলালি, আমহার্স্ট স্ট্রিট, সিআইটি রোড, আশুতোষ মুখার্জি রোড, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, জওহরলাল নেহরু রোড।
এছাড়াও, ভোর তিনটে থেকে রাত আটটা পর্যন্ত কলকাতায় কোনও ধরনের মালবাহী যানবাহন চলাচল করবে না। শহরে চলবে না কোনও ঠেলাগাড়ি ও ট্রাম।