Sambad Samakal

Abhishek: রাজ্যের পুরসভা-পঞ্চায়েতের তৃণমূল কর্মীদের কী হুঁশিয়ারি অভিষেকের?

Jul 21, 2024 @ 1:03 pm
Abhishek: রাজ্যের পুরসভা-পঞ্চায়েতের তৃণমূল কর্মীদের কী হুঁশিয়ারি অভিষেকের?

একুশের সভা মঞ্চ থেকে ২০২৬ সালের আগে রাজ্যের পুরসভা-পঞ্চায়েতের তৃণমূল কর্মীদের কার্যত হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “আমি ভোটের আগেই বলেছিলাম, পুরসভা-পঞ্চায়েত কর্মীদের কাজ মূল্যায়ন করে দেখা হবে। শুধু নিজের ভোটে খাটবেন, নিজে প্রদান থাকবেন, আর লোকসভা-বিধানসভায় খাটবেন না তা হতে না। মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার ভরসায় থাকলে হবে না। গত দেড় মাস আমাকে কোনও রাজনৈতিক মিটিং-মিছিলে দেখেনেননি। কারণ আমি পর্যালোচনায় ব্যস্ত ছিলাম। আগামী তিন মাসের মধ্যে এর ফল দেখতে পাবেন। আনাদের আরও বিনয়ী হয়ে মানুষের কাজ করতে হবে।”

Related Articles