Sambad Samakal

Abhishek: তৃণমূলে নবীন-প্রবীণ সমন্বয় কীভাবে, কী ফর্মুলা ঘোষণা অভিষেকের?

Jul 21, 2024 @ 1:18 pm
Abhishek: তৃণমূলে নবীন-প্রবীণ সমন্বয় কীভাবে, কী ফর্মুলা ঘোষণা অভিষেকের?

তৃণমূলে নবীন-প্রবীণ সমন্বয় কীভাবে একুশের সভা মঞ্চ থেকে ফর্মুলা বাতলে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন অভিষেক বলেন, “দলে যারা নতুন এসেছেন, তাদের একুশে জুলাইয়ের সংগ্রাম সম্পর্কে জানতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়েট লড়াই সম্পর্কে জানতে হবে। আর প্রবীণদের নিজেদের অভিজ্ঞতা দিয়ে নতুনদের পথ দেখাতে হবে। একই বৃন্তে দুই কুসুমের মতো, নবীন ও প্রবীণদের সমন্বয়ে দল চলবে।”

Related Articles