Sambad Samakal

Akhilesh: একুশের মঞ্চে মমতার জন্য কী কবিতা শোনালেন অখিলেশ?

Jul 21, 2024 @ 1:36 pm
Akhilesh: একুশের মঞ্চে মমতার জন্য কী কবিতা শোনালেন অখিলেশ?

একুশে শহিদ দিবসের মঞ্চে উপস্থিত হয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে কবিতা শোনালেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব।

এদিন অখিলেশ বলেন, “আমি দেখেছি, নির্বাচনের সময়ে যখন দিদি নিজের পায়ে চোট নিয়ে প্রচার করেছেন। নিজের প্রাণ হাতে নিয়ে দিদি লড়াই করেছেন। সঙ্গে ছিলেন আপনাদের মত কোটি কোটি কর্মী। সেই সময়েই আমরা লিখেছিলাম, ‘এক আকলি লড় জায়েগি, জিতেগি অর বাড় যায়েগি।’ অর্থাৎ সাহসের সঙ্গে একা লড়াই করেও, জয় হাসিল করা সম্ভব।”

Related Articles