Sambad Samakal

Bangladesh: ‘সুপ্রিম’ নির্দেশে কমল ‘কোটা’, এবার শান্ত হবে বাংলাদেশ! কী অবস্থান পড়ুয়াদের?

Jul 21, 2024 @ 6:26 pm
Bangladesh: ‘সুপ্রিম’ নির্দেশে কমল ‘কোটা’, এবার শান্ত হবে বাংলাদেশ! কী অবস্থান পড়ুয়াদের?

রবিবার বাংলাদেশের সুপ্রিমকোর্টের নির্দেশে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা পরিবারের ‘কোটা’ ৩০ শতাংশ থেকে কমে ৫ শতাংশে দাঁড়িয়েছে। অন্যান্য ‘কোটা’র পরিমাণও কমে মাত্র ২ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ ১০০ শতাংশের মধ্যে সবমিলিয়ে মাত্র ৭ শতাংশ ‘কোটা’ রইল। চাকরির ক্ষেত্রে বাকি ৯৩ শতাংশ উপযুক্ত মেধার ভিত্তিতে প্রার্থীরা সুযোগ পাবেন। তাহলে এবার কি শান্ত হবে বাংলাদেশ? স্তিমিত হবে উত্তাল ছাত্র আন্দোলন? এদিন সুপ্রিমকোর্টও পড়ুয়াদের ক্লাসরুমে ফিরে যাওয়ার আবেদন জানিয়েছে।

যদিও ওয়াকিবহাল মহলের একাংশের মতে, আন্দোলনের প্রাথমিক দাবি মুক্তিযোদ্ধা পরিবারের ‘কোটা’ ৩০ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হলেও, আরও বেশ কিছু নতুন জটিলতা তৈরি হয়েছে সুপ্রিমকোর্টের রায়ে। এতদিন পর্যন্ত মহিলারা সরকারি চাকরিতে ১০ শতাংশ সংরক্ষণ পেতেন। পিছিয়ে পড়া জেলার প্রার্থীরা ১০ শতাংশ সংরক্ষণ পেতেন। এছাড়াও প্রান্তিক লিঙ্গ, বিশেষভাবে সক্ষমদেরও পৃথক সংরক্ষিত ‘কোটা’ ছিল।

এদিনের সুপ্রিম নির্দেশে সেই সমস্ত ‘কোটা’রও বিলুপ্তি হয়েছে। মুক্তিযোদ্ধার পরিবারের ৫ শতাংশ বাদে আরও মাত্র ২ শতাংশ ‘কোটা’ বরাদ্দ হয়েছে বাকি সকলের জন্য। ফলে এই রায় কি আদৌ মেনে নেবে ছাত্র সমাজ? ১০ শতাংশ মহিলা সংরক্ষণ সম্পূর্ণ তুলে দেওয়াও কি মেনে নেবে মহিলা সমাজ? নাকি নতুন করে ফের দানা বাঁধবে আন্দোলন! উত্তর দেবে সময়ই।

Related Articles