Sambad Samakal

Mamata: তৃণমূলে ‘বিত্তবান’ নয়, ‘বিবেকবান’ কর্মী চাই: মমতা

Jul 21, 2024 @ 1:53 pm
Mamata: তৃণমূলে ‘বিত্তবান’ নয়, ‘বিবেকবান’ কর্মী চাই: মমতা

তৃণমূল কংগ্রেসে ‘বিত্তবান’ নয়, ‘বিবেকবান’ কর্মী চাই, একুশের মঞ্চে দাঁড়িয়ে এমনটাই জানালেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন তিনি বলেন, “আমরা যত জিতব, তত আমাদের নরম হতে হবে। আমরা যত জিতব, তত আমাদের নম্র হতে হবে। মনে রাখতে হবে, তৃণমূল শুধু একটা রাজনৈতিক দল নয়, সামাজিক কাজ করার প্ল্যাটফর্ম। আজকের মঞ্চ থেকে আমি নির্বাচনে আমাদের জেতানোর জন্য, মা-মাটি-মানুষকে ধন্যবাদ জানাই।”

Related Articles