রবিবার একুশে শহিদ সমাবেশের মঞ্চ থেকে বাংলার দারিদ্র্য দূরীকরণ নিয়ে বড়সড় দাবি করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি জানান, বাংলা আগে ৫৭ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নীচে বসবাস করতেন। বর্তমানে যা কমে ৮ শতাংশে নেমে এসেছে। মোট ১ কোটি ৫২ লক্ষ মানুষ দারিদ্র্য সীমার বাইরে এসেছেন।
পাশাপাশি মমতা দাবি করেন, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রীর মতো সামাজিক সুরক্ষা স্কিমে ৬০ হাজার কোটি টাকারও বেশি খরচ করেছে সরকার। অন্যদিকে, স্বাস্থ্যসাথী প্রকল্পে ১০ হাজার কোটি টাকারও বেশি চিকিৎসা পরিষেবা পেয়েছেন বাংলার মানুষ।