আজ রবিবার, তৃণমূলের একুশে জুলাইয়ের শহিদ সমাবেশ। সকাল থেকেই ধর্মতলায় মূল মঞ্চের সামনে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন জেলা থেকে আগত কর্মী-সমর্থকরা ভিড় জমিয়েছেন ধর্মতলা চত্বরে।
সকাল ১০টা থেকে শহর কলকাতার উত্তর ও দক্ষিণ প্রান্ত থেকে মিছিল করে তৃণমূলের কর্মী-সমর্থকরা সভা মঞ্চের সামনে আসবেন। ইতিমধ্যেই হাওড়া ও শিয়ালদহ স্টেশন হয়ে বহু কর্মী-সমর্থক ধর্মতলার পথে রওনা দিয়েছেন। বেলা একটু বাড়লেই কলকাতা পার্শ্ববর্তী শহরতলি থেকেও বাসে-গাড়িতে তৃণমূল কর্মীরা ভিড় জমাবেন শহরে। পুলিশের পক্ষ থেকে তাই আঁটোসাটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সকলের নজর, আজ একুশের মঞ্চ থেকে ঠিক কী বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।