Sambad Samakal

TMC: একুশে জুলাইয়ের সকাল থেকেই ভিড় ধর্মতলায়, দলে-দলে শহরে তৃণমূল কর্মী-সমর্থকরা

Jul 21, 2024 @ 8:26 am
TMC: একুশে জুলাইয়ের সকাল থেকেই ভিড় ধর্মতলায়, দলে-দলে শহরে তৃণমূল কর্মী-সমর্থকরা

আজ রবিবার, তৃণমূলের একুশে জুলাইয়ের শহিদ সমাবেশ। সকাল থেকেই ধর্মতলায় মূল মঞ্চের সামনে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন জেলা থেকে আগত কর্মী-সমর্থকরা ভিড় জমিয়েছেন ধর্মতলা চত্বরে।

সকাল ১০টা থেকে শহর কলকাতার উত্তর ও দক্ষিণ প্রান্ত থেকে মিছিল করে তৃণমূলের কর্মী-সমর্থকরা সভা মঞ্চের সামনে আসবেন। ইতিমধ্যেই হাওড়া ও শিয়ালদহ স্টেশন হয়ে বহু কর্মী-সমর্থক ধর্মতলার পথে রওনা দিয়েছেন। বেলা একটু বাড়লেই কলকাতা পার্শ্ববর্তী শহরতলি থেকেও বাসে-গাড়িতে তৃণমূল কর্মীরা ভিড় জমাবেন শহরে। পুলিশের পক্ষ থেকে তাই আঁটোসাটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সকলের নজর, আজ একুশের মঞ্চ থেকে ঠিক কী বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles