Sambad Samakal

Gangasagar: ভয়াবহ বিপর্যয়ের মুখে গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রম! কী পদক্ষেপ প্রশাসনের?

Jul 22, 2024 @ 6:20 pm
Gangasagar: ভয়াবহ বিপর্যয়ের মুখে গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রম! কী পদক্ষেপ প্রশাসনের?

ভয়াবহ সামুদ্রিক ভাঙনের মুখে গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রম সংলগ্ন এলাকা! রাজ্য তথা বিশ্বের পূণ্যার্থীদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্র গঙ্গাসাগরের এই কপিলমুনির আশ্রম। আর সেখানেই ক্রমশ তীব্র হচ্ছে ভাঙনের আশঙ্কা।

ইতিমধ্যেই কপিলমুনি আশ্রমের ৪ নম্নর স্নানঘাট কার্যত সমুদ্রগর্ভে চলে গিয়েছে। গাছ-পালা, ছোট অস্থায়ী দোকানপাটও সমুদ্রের গ্রাসে চলে গিয়েছে
এই পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে স্থানীয়দের সতর্ক করা হচ্ছে লাগাতার। পূণ্যার্থী ও পর্যটকদের সমুদ্রে নামায় নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে জেলা প্রশাসন।

Related Articles