Sambad Samakal

Governor: সায়ন্তিকা-রেয়াতের শপথ ‘বেআইনি’! চিঠি পাঠিয়ে কী হুঁশিয়ারি রাজ্যপালের?

Jul 22, 2024 @ 4:47 pm
Governor: সায়ন্তিকা-রেয়াতের শপথ ‘বেআইনি’! চিঠি পাঠিয়ে কী হুঁশিয়ারি রাজ্যপালের?

দীর্ঘ টালবাহানার পরে রাজ্য বিধানসভার স্পিকারের কাছে শপথগ্রহণ করেছিলেন নবনির্বাচিত দুই বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জী ও রেয়াহ হোসেন। আর এই শপথগ্রহণকেই ‘বেআইনি’ ঘোষণা করে কার্যত হুঁশিয়ারি দিয়ে চিঠি পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস!

জানা যাচ্ছে, সায়ন্তিকা ও রেয়াত, দুই বিধায়কের কাছেই চিঠি গিয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের। যেখানে বলা হয়েছে, যে প্রক্রিয়ায় স্পিকার তাঁদের শপথগ্রহণ করিয়েছেন, তা বেআইনি। এই পরিস্থিতিতে রাজ্য বিধানসভার অধিবেশনে তাঁরা কোনওমতেই যোগ দিতে পারবেন না। থাকবে না কোনও ভোটাধিকার। এমনকী অধিবেশনে যোগ দিলে প্রতিদিন ৫০০ টাকা করে জরিমানাও হবে। এই বিষয়ে সুপ্রিমকোর্টের রায় সহ একাধিক নিয়মেরও উল্লেখ করেছেন বোস।

Related Articles