আর মাস কয়েকের মধ্যেই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা কাশ্মীরে। আর তারআগেই বারবার জঙ্গিদের টার্গেট ভারীয় সেনাবাহিনী! জানা যাচ্ছে, সোমবার ভোর রাতে কশ্মীরের রাজৌরি এলাকার গুন্ধায় সেনার একটি পিকেট লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনার জওয়ানরাও।
তবে আচমকা আক্রমণে আহত হয়েছেন অন্তত ২ জন সেনা জওয়ান। প্রায় এক ঘণ্টা ধরে চলে গুলির লড়াই। কে বা কারা এই হামলা চালাল, তা খুঁজে বের করতে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে গোটা এলাকায়। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, নির্বাচন যত এগিয়ে আসছে ততই উপত্যকাকে অশান্ত করার চেষ্টা চালানো হচ্ছে। নির্বাচন প্রক্রিয়া বানচাল করতেই কি বারবার টার্গেট করা হচ্ছে সেনা জওয়ানদের! প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।