মঙ্গলবার তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। আর তারআগে সোমবার অধিবেশনের শুরুতেই বিরোধীদের নিশানা করে বাজেটে ‘মোদি গ্যারান্টি’ প্রতিফলিত হবে বলে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী।
এদিন সংসদ ভবনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মোদি বলেন, “অনেক রাজনৈতিক লড়াই হয়েছে। জনগণ তাঁদের রায় জানিয়ে দিয়েছেন। দীর্ঘ ৬০ বছর পরে দেশের কোনও সরকার তৃতীয়বার ক্ষমতায় এসে বাজেট পেশ করতে চলেছে। দেশবাসীকে মোদি যে গ্যারান্টি দিয়েছিল, এবারের বাজেটে সেই প্রতিশ্রুতিই পূরণ করা হবে।”
যদিও তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেট অধিবেশন যে খুব একটা মসৃণ হবে না, তা বুঝিয়ে দিয়েছে বিরোধীরা। নিট-নেট কেলেঙ্কারি, দ্রব্যমূল্য বৃদ্ধি, আর্থিক বৈষম্য সহ একাধিক ইস্যুতে মোদি সরকারকে চাপে ফেলতে ইতিমধ্যেই এককাট্টা হয়েছে বিরোধী ইন্ডিয়া শিবির।