নিট পরীক্ষা কেলেঙ্কারি নিয়ে প্রথম দিনেই উত্তাল বাজেট অধিবেশন! সরাসরি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে নিশানা করেন বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। অভিযোগ তোলেন, নিট কেলেঙ্কারি নিয়ে নিজেদের দায় ঝেড়ে ফেলতে চাইছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শুধু নিজের দোষ ছাড়া, সকলের দোষ দেখছেন। সিস্টেমেটিক দুর্নীতির বিষয়টিকে সুকৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা চলছে।
পাল্টা বলতে উঠে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, “নিট দুর্নীতির বিষয়টি এই মুহূর্তে সুপ্রিমকোর্টে বিচারাধীন রয়েছে। তনে বিগত ৭ বছরে মোদি সরকারের আমলে কোনও পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়া যায়নি। নিট পরীক্ষা নিয়ে অভিযোগ ওঠার পরেও অত্যন্ত সফলভাবে অন্তত ২৪০টি পরীক্ষা সম্পন্ন করেছে ন্যাশানাল টেস্টিং এজেন্সি।”