Sambad Samakal

RSS: কেন্দ্রীয় সরকারে আরও প্রভাব বাড়াচ্ছে আরএসএস! উঠল নিষেধাজ্ঞা, তুঙ্গে বিতর্ক

Jul 22, 2024 @ 12:47 pm
RSS: কেন্দ্রীয় সরকারে আরও প্রভাব বাড়াচ্ছে আরএসএস! উঠল নিষেধাজ্ঞা, তুঙ্গে বিতর্ক

কেন্দ্রীয় সরকারের ওপরে নিজেদের প্রভাব আরও বাড়াচ্ছে আরএসএস! সম্প্রতি ৫৮ বছরের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরে তুঙ্গে উঠেছে বিতর্ক! প্রসঙ্গত, ১৯৬৬ সালে সরকারি কর্মীদের আরএসএস ও জামাত-ই-ইসলামির কর্মকাণ্ডে যুক্ত হওয়ার ওপরে নিষেধাজ্ঞা জারি করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।

তৃতীয় বারের জন্য কেন্দ্রের মসনদে বসার পরেই সেই নিষেধাজ্ঞা প্রতয়াহার করে নিল মোদি সরকার। ফলে এখন থেকে সরকারি কর্মীরাও প্রকাশ্যে আরএসএস-এর কর্মকাণ্ডে যুক্ত হতে পারবেন।

আর মোদি সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস সহ বিরোধীদের একাংশ। তাদের দাবি, তাহলে কি এখন থেকে হাফ প্যান্ট পড়ে মার্চ করতে দেখা যানে সরকারি আমলাদেরও! ওয়াকিবহাল মহলের একাংশের মতে, কেন্দ্রীয় সরকারের ওপরে আরএসএস-এর মত সংগঠনের প্রভাব যে এই সিদ্ধান্তের ফলে আরও পোক্ত হল, তা এককথায় বলাই যায়।

Related Articles