কানোয়ার যাত্রার গোটা রুটে থাকা সমস্ত দোকানের সামনে লিখে রাখতে হবে নাম-ধাম সহ ‘নেমপ্লেট’! এমনই সিদ্ধান্ত ঘোষণা করেছিল যোগী সরকার। একইধরনের সিদ্ধান্ত নিয়েছিল মধ্যপ্রদেশ ও উত্তরাখণ্ড সরকারও। সোমবার এই ‘নেমপ্লেট’ সিদ্ধান্তে ‘স্থগিতাদেশ’ জারি করল সুপ্রিমকোর্ট।
এদিন দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে, এই সিদ্ধান্ত বেআইনি। তিন রাজ্য সরকারকেই নোটিশ পাঠিয়েছে সুপ্রিমকোর্ট। প্রসঙ্গত, কানোয়ার যাত্রার এই সিদ্ধান্তের বিরোধিতা করে একাধিক পিটিশন দায়ের হয়েছিল সুপ্রিমকোর্টে। যারমধ্যে অন্যতম ছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও।