Sambad Samakal

Budget 2024: তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেট, কী প্রত্যাশা আম জনতার?

Jul 23, 2024 @ 9:45 am
Budget 2024: তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেট, কী প্রত্যাশা আম জনতার?

আজ তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। বাজেটে ঠিক কী কী ঘোষণা থাকতে পারে, তা নিয়ে লাগাতার চলছে জল্পনা। সোমবারই অর্থনৈতিক সমীক্ষায় অর্থমন্ত্রী দাবি করেছেন, মুদ্রাস্ফীতি সত্ত্বেও দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। আগামীদিনে জিডিপির হার আরও বাড়বে।

যদিও বাস্তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি থেকে বেকারত্ব, কার্যত নাজেহাল আম জনতা। এই পরিস্থিতিতে বাজেট নতুন কোনও দিশা দেখাতে পারে কিনা, সেই দিকেই নজর রয়েছে সকলের। পাশাপাশি নির্বাচনে দেওয়া মোদি সরকারের গ্যারান্টি আদৌ কতটা বাস্তবায়িত হয়, তাও বোঝা যাবে এদিনের বাজেটে।

Related Articles