মঙ্গলবার বাজেট বক্তৃতায় নতুন আয়কর কাঠামো বদলের ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। স্ট্যান্ডার্ড ডিডাকশানের পরিমাণ ৫০ হাজার থেকে বেড়ে ৭৫ শতাংশ হয়েছে।
এছাড়াও ঘোষণা করা হয়েছে, নতুন আয়কর কাঠামোয় ৩ লক্ষ টাকা পর্যন্ত কোনও কর দিতে হচ্ছে না। ৩ থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত করের পটিমাণ ৫ শতাংশ, ৭ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত করের পরিমাণ ১০ শতাংশ, ১০ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত করের পরিমাণ ১৫ শতাংশ, ১২ থেকে ১৫ লক্ষ টালা পর্যন্ত করের পরিমাণ ২০ শতাংশ ও ১৫ লক্ষ টাকার বেশি আয়ের ক্ষেত্রে করের পরিমাণ ৩০ শতাংশ।