Sambad Samakal

Love making: ভোরের বিছানায় চেটেপুটে নিন সঙ্গীর শরীরী উষ্ণতা!

Jul 23, 2024 @ 12:09 am
Love making: ভোরের বিছানায় চেটেপুটে নিন সঙ্গীর শরীরী উষ্ণতা!

একঘেয়ে যৌন জীবনে মনে বাসা বাঁধছে অতৃপ্তি? সঙ্গমের সময় বদলে নতুন করে উপভোগ করুন জীবনকে। রাতে তো অনেক হল, এবার ভোরের বিছানায় চেটেপুটে নিন সঙ্গীর শরীরী উষ্ণতা।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ভোরবেলা সঙ্গমের জন্য আদর্শ সময়। সারাদিনের ক্লান্তি রাতে শরীরকে গ্রাস করে। মন চাইলেও তাই সবসময় সাড়া দেয় না শরীর। বেশিরভাগ ক্ষেত্রেই সংক্ষিপ্ত সঙ্গমে সঙ্গীর মনে নেতিবাচক প্রভাব পড়ে। অন্যদিকে, ভোরে ঘুম ভাঙার পর শরীর ও মন থাকে চনমনে, এনার্জিতে ভরপুর। পার্টনারের মন পেতে তাই এই সময়টিতেই নিজেকে উজাড় করে দিন। আলতো চুমুতে শিউরে উঠে ঘুম ভাঙুক সঙ্গীর। মাথা, কপাল, গাল, ঠোঁট, গলা বেয়ে ওষ্ঠের কোমল স্পর্শ পৌঁছে দিন সঙ্গীর স্তনবৃন্তে। তবে এপর্যায়ে গভীর চুমু কখনওই নয়। নাভি মূল স্পর্শ করার আগেই সাড়া মিলতে বাধ্য। আর সাড়া মিললেই একটু একটু করে আদরের ঝাঁঝ বাড়াতে থাকুন। দু’জনে মেতে উঠুন ফোর প্লের আনন্দে। তারপর আদিমতম খেলায় চেটেপুটে উপভোগ করুন যৌবনের স্বাদ। শরীরে ভরে নিন সারাদিনের অফুরন্ত এনার্জি।

Related Articles