Sambad Samakal

Mamata: বিধানসভায় শপথ চার তৃণমূল বিধায়কের, রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

Jul 23, 2024 @ 2:35 pm
Mamata: বিধানসভায় শপথ চার তৃণমূল বিধায়কের, রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

উপনির্বাচনে জিতে আসা চার জন তৃণমূল বিধায়ক মঙ্গলবার শপথগ্রহণ করলেন রাজ্য বিধানসভায়। স্পিকার বিমান ব্যানার্জী তাঁদের শপথবাক্য পাঠ করান। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

আর এই শপথ-সংঘাত ইস্যুতেই এদিন বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে কার্যত বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা বলেন, “মন্ত্রীদের শপথ রাজভবনে হয়, আর বিধায়কদের শপথ বিধানসভায় হয়। আপনি লাইন মেনে চলুন, বেলাইন হবেন না। আপনি কোনও রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করতে পারেন না। ৫০০ টাকা করে পেনাল্টি করছেন! এটা’তো ব্রিটিশ আমলের আইন। আপনার বিরুদ্ধে পেনাল্টি কে করবে? আপনার কি খুব টাকার প্রয়োজন? বলতে পারেন ব্যবস্থা করে দেব।”

প্রসঙ্গত, নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণকে কেন্দ্র করে লাগাতার বিধানসভার সঙ্গে রাজভবনের সংঘাত লেগেই রয়েছে। এই পরিস্থিতিতে এদিন রাজ্যপালের উদ্দেশে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা কার্যত নয়া মাত্রাই যোগ করল বলে মত ওয়াকিবহাল মহলের একাংশের।

Related Articles