Sambad Samakal

Union Budget: নীতিশ-নাইডুর জন্য বাজেটে ‘কল্পতরু’ মোদি সরকার! কী প্রাপ্তি বিহার-অন্ধ্রের?

Jul 23, 2024 @ 1:25 pm
Union Budget: নীতিশ-নাইডুর জন্য বাজেটে ‘কল্পতরু’ মোদি সরকার! কী প্রাপ্তি বিহার-অন্ধ্রের?

তৃতীয় মোদি সরকারের গুরুত্বপূর্ণ দুই শরিক বিহারের নীতিশ কুমার ও অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু। আর এই দু’জনের জন্য কার্যত ‘কল্পতরু’ হল মোদি সরকার। বাজেটে বিহার ও অন্ধ্রের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ।

অন্ধ্রপ্রদেশ রাজ্য পুনর্গঠন আইনের অধীনে নয়া রাজধানী অমরাবতীর পরিকাঠামো উন্নয়নের জন্য ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামীদিনেও একইভাবে অমরাবতীর উন্নয়নের জন্য অর্থ বরাদ্দের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

অন্যদিকে, বিহারে সড়ক ব্যবস্থা মজবুত করতে, এক্সপ্রেসওয়ে তৈরি করতে ২৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২৪ হাজার মেগাওয়াট পাওয়ার প্লান্ট তৈরির ঘোষণাও করা হয়েছে। নতুন বিমানবন্দর, মেডিক্যাল কলেজ, স্টেডিয়াম, গঙ্গার ওপর সেতু তৈরির কথা বলা হয়েছে। এছাড়াও বিহারের বন্যা নিয়ন্ত্রণে ১২ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ২০২৪-২৫ সালের বাজেটে। বুদ্ধগয়া ও নালন্দার উন্নয়নের জন্যও পৃথক প্যাকেজ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

Related Articles