জনবিরোধী, গরিববিরোধী, রাজনৈতিক ভাবে পক্ষপাতদুষ্ট! মঙ্গলবার কার্যত এই ভাষাতেই কেন্দ্রীয় বাজেটের তীব্র সমালোচনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বাজেটে বাংলার ‘বঞ্চনা’ নিয়েও সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, “জনবিরোধী ও গরিববিরোধী একটা বাজেট। রাজনৈতিক পক্ষপাতদুষ্ট। নতুন বোতলে পুরনো রঙিন জল। বাংলাকে ফের বঞ্চিত করা হয়েছে। ১ লক্ষ কোটি টাকার ওপরে আমরা পাই, উল্টে জিএসটি তুলে নিয়ে চলে যাচ্ছে। বাংলার জন্য কিছু দেয়নি। অমৃতসর-ডানকুনি করিডর আমার সময়ে পরিকল্পনা করা। নতুন কী হচ্ছে!”
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “শুভেন্দু অধিকারী কয়েক দিন আগে বলেছিল, যো হামারে সাথ, হাম উনকে সাথ। এই কথাটাই বাজেটে প্রমাণ হয়ে গেল। বিহার, অন্ধ্রপ্রদেশের জন্য বরাদ্দে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু যে বাংলা স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সব ক্ষেত্রে দেশকে পথ দেখায়, তাকে এভাবে বঞ্চিত করা হল! বাংলার মানুষ এর জবাব দেবেন।”