Sambad Samakal

Abhishek: শুধু মিথ্যে প্রতিশ্রুতি! শুভেন্দুর মন্তব্যকে হাতিয়ার করে সংসদে তীব্র আক্রমণে অভিষেক

Jul 24, 2024 @ 4:30 pm
Abhishek: শুধু মিথ্যে প্রতিশ্রুতি! শুভেন্দুর মন্তব্যকে হাতিয়ার করে সংসদে তীব্র আক্রমণে অভিষেক

শুধু মিথ্যে প্রতিশ্রুতির বন্যা! সম্পূর্ণ ব্যর্থ মোদি সরকার! বাজেটের বিরুদ্ধে লোকসভায় বলতে উঠে বুধবার মোদি সরকারকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকী বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যকেও হাতিয়ার করেন তিনি।

এদিন সংসদে অভিষেক বলেন, “আচ্ছে দিনের প্রতিশ্রুতি দিয়ে মোদি সরকার ক্ষমতায় এসেছিল। কিন্তু আজ পর্যন্ত কোনও প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। জনগণের সঙ্গে শুধু বিশ্বাসঘাতকতা করা হয়েছে। প্রধানমন্ত্রী মোদি বলতেন, ‘সবকা সাথ, সবকা বিকাশ।’ কিন্তু বাংলার বিরোধী দলনেতা বলেন, ‘যো হামারে সাথ, হাম উনে সাথ।’ এখান থেকেই মোদি সরকারের বক্তব্য স্পষ্ট হয়ে গেছে।”

কেন্দ্রীয় বাজেটে বাংলাকে বঞ্চনা প্রসঙ্গে অভিষেক বলেন, “বাংলার মানুষের ১০০ দিনের টাকা দেওয়া হয়নি, বাড়ির টাকা দেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গরীব মানুষের সেই টাকা মিটিয়েছে। কিসের উন্নয়নের কথা বাজেটে বলা হচ্ছে! এবারও বাংলার বকেয়া টাকার কোনও বরাদ্দ করা হয়নি। শুধুমাত্র শরিক দলদের তুষ্ট করা হয়েছে। বাজেটে আসলে দেশবাসীর সঙ্গে প্রতারণা করা হয়েছে।”

Related Articles