আলিপুর মহিলা সংশোধনাগারে গিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা চ্যাটার্জীকে জেরা করলেন আয়কর বিভাগের তদন্তকারীরা। জানা যাচ্ছে, অর্পিতার ১৬ সম্পত্তি ইতিমধ্যেই অ্যাটাচ করেছিল আয়কর বিভাগ। এবার সেই সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করল কেন্দ্রীয় এজেন্সি।
জেলে গিয়ে অর্পিতাকে জেরা করে বেআইনি সম্পত্তির উৎস সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চালান আয়কর বিভাগ। ওই সম্পত্তিগুলোর সঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কোনও যোগ রয়েছে কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।