বিজেপির বিক্ষোভে উত্তাল রাজ্য বিধানসভা! বুধবার বিধানসভার অধিবেশন শুরুর সময়েই রাজ্যে নারী নির্যাতনের ঘটনা নিয়ে আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব আনেন বিজেপির মহিলা বিধায়করা। যদিও সেই প্রস্তাব মানেননি স্পিকার। উঠে দাঁড়িয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তীব্র বিরোধিতা করেন।
এরপরেই পাল্টা বিদানসভার ভেতরে স্লোগান দিতে শুরু করেন উপস্থিত বিজেপি বিধায়করা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে কার্যত তেড়ে যান তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। এরপরেই বিধানসভা কক্ষ ছেড়ে বাইরে বেরিয়ে আসেন বিজেপি বিধায়করা।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, “এই সরকার বিধানসভার ভেতরে বিরোধীদের কথা বলতে দেয় না। মুখ্যমন্ত্রী বা তাঁর দফতর কোনও প্রশ্নের উত্তর দেন না। বিধায়কদেরও বাক স্বাধীনতা নেই এই রাজ্যে।”