বাজেট বঞ্চনার বিরুদ্ধে সংসদ ভবনের বাইরে বিক্ষোভে ইন্ডিয়া জোটের নেতারা! বুধবার অধিবেশন শুরুর আগে সংসদ ভবনের বাইরে জড়ো হন কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস, বাম সহ বিরোধী দলের সাংসদরা।
দেশের আম জনতা ও গরিব মানুষের জন্য বাজেটে কোনও পরিকল্পনা নেই, শুধুমাত্র নিজের শরিকদের তুষ্ট করার চেষ্টা করা হয়েছে, এমনই অভিযোগ বিরোধীদের। এদিনের প্রতিবাদে যোগ দেন, কংগ্রেস সাংসদ তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ ব্যানার্জী সহ অন্যান্যরা।